রান্না স্বাদ বাড়াতে ফোড়ন হিসেবে আমরা প্রায়ই লবঙ্গ ব্যবহার করি। দাঁতের ব্যথা কিংবা শুকনো কাশি হলেও কিন্তু লবঙ্গই করে মুশকিল আসান। তবে জানেন কি, রূপচর্চাতেও লবঙ্গের জুড়ি মেলা ভার?ভাবছেন কী ভাবে ব্যবহার করবেন? কাজ হবে লবঙ্গ তেলেই। নিয়মিত এই তেল ব্যবহার করলেই ত্বক ও চুলের অনেক সমস্যা দূর করা যায়।১) ব্রণর সমস্যায় দারুণ উপকারী এই তেল।
লবঙ্গ তেলের অ্যান্টিসেপটিক গুণ ব্রণ সৃষ্টিকারী ক্ষতিকর ব্যাক্টেরিয়াগুলিকে লবঙ্গ তেল নিমেষেই মেরে ফেলে। শুধু তাই নয়, এই তেলে উপস্থিত বিভিন্ন উপাদানের গুণে ব্রণর দাগ-ছোপও মিলিয়ে যায়।