প্রেমের টানে আন্তর্জাতিক সীমানার কাঁটা তারের বেড়া পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে এসেছেন ভারতীয় তরুণী খুসনামা (১৭)। প্রেমিকা তরুণী ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের মহানন্দা নদী পেরিয়ে ইদগাহ বস্তি এলাকায় প্রবেশ করেন। খবর পেয়ে পুলিশ দুপুরে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বিকালে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।