৩০ জন নারী ট্রেনচালকের জন্য দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৮ হাজার আবেদন এসে জমা পড়েছে সৌদি আরবে।
তবে স্প্যানিশ রেলওয়ে অপারেটর রেনফে জানিয়েছে, অনলাইনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষায় প্রার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে কমে আসবে। মার্চের মাঝামাঝি বাকিদেরকেও যাচাই করা যাবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা স্থানীয় ব্যবসায় নারীদের জন্য সুযোগ তৈরি করতে আগ্রহী। ইতিমধ্যে ৮০ জন পুরুষ ট্রেনচালককে নিয়োগ দেওয়া হয়েছে; নিয়োগের অপেক্ষায় আছে আরও ৫০ চালক।