যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গত বছর ক্ষমতায় এসেছেন জো বাইডেন। তখন অনেকে দেশটির পররাষ্ট্রনীতি পরিবর্তনের পাশাপাশি ইয়েমেনে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটবে—এমনটা আশা করেছিলেন।
তবে চলতি বছর এখন পর্যন্ত ইয়েমেনে যুদ্ধের অবসান ঘটা তো দূরের কথা, বরং তীব্র হয়েছে। লড়াই–সংঘাতে জর্জরিত ইয়েমেনের পরিস্থিতি নিয়ে আলোচনার আগেই দেশ ও অঞ্চল ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত পৌঁছেছে। তবে এ আলোচনা এক বিশেষ মাত্রা পেয়েছে বিশেষভাবে গত ১৭ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে হুতি বিদ্রোহীদের হামলার পর থেকে।