টেকনোলজি ট্রেন্ডস প্রযুক্তিপ্রবণতা আমাদের যেমন ভবিষ্যৎ আর পরিবর্তন সম্পর্কে ধারণা দেয়, তেমনি একই সঙ্গে ভবিষ্যতের সুযোগ, সম্ভাবনা আর চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। টেলিনর আর গ্রামীণফোন থেকে আমরা বেশ কিছুদিন ধরে বলে আসছিলাম অনলাইন নিরাপত্তা, ফেক নিউজ কিংবা ডিপ ফেকের মতো প্রবণতার কথা। অনেক ভালো লাগে যখন দেখি, আমাদের সেই পূর্বাভাসগুলো নিয়ে এখন সরকারি-বেসরকারি পর্যায়ে অনেক কাজ হচ্ছে, মানুষের সচেতনতা বাড়ছে এবং এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এ বছরও আমরা টেলিনরের সহায়তায় ২০২২ সালের ‘টেক ট্রেন্ডস’ বা প্রযুক্তি নিয়ে গ্রামীণফোন থেকে এ পূর্বাভাসগুলো প্রকাশ করেছি। এ বছর টেক ট্রেন্ডস মূলত জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে কথা বলে।