সার্চ কমিটির কাছে কে বা কারা ৩২২ জনের নাম প্রস্তাব করেছে তা প্রকাশ করার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এ দাবি জানান। তিনি বলেন, ‘অনুসন্ধান কমিটিকে পরিপূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রদর্শনের মাধ্যমে চলমান সংকট দূর করার জন্য জনগণকে সকল তথ্য জানাতে হবে।’
সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করার’ আইনের এ বিধানের কার্যকারিতা প্রদানের লক্ষ্যে অনুসন্ধান কমিটিকে যথাযথ কার্যপদ্ধতি নির্ধারণ করা আবশ্যক। এ সম্পর্কে আমরা কমিটির কাছ থেকে এ পর্যন্ত কোনো সুস্পষ্ট ধারণা পাইনি।