নির্মাণের পরপরই ভেঙে পড়ল মুক্তিযোদ্ধার ঘরের দেয়াল!

কালের কণ্ঠ প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫১

বরগুনার বেতাগীতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর উপহার 'বীর নিবাস' প্রকল্পের ঘর বানাতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। এক বীর মুক্তিযোদ্ধার ঘর বানাতে ব্যবহৃত ইট এবং সিমেন্ট নিম্নমানের হওয়ায় তৈরিকৃত দেয়াল নির্মাণের পরপরই ভেঙে পড়ছে। এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এতে বরাদ্দকৃত ঘর নির্মাণ নিয়ে ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধা দুশ্চিন্তায় রয়েছেন।


জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশের মুক্তিযোদ্ধাদের ঘর উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার নামকরণ হয় 'বীর নিবাস'। এ উপজেলায় প্রথমধাপে ৯টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এতে প্রতিটি ঘরে নির্মাণব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা। দরপত্রের প্রাক্কলন অনুযায়ী গত ৪ নভেম্বর নির্মাণকাজের উদ্ধোধন করে উপজেলা প্রশাসন।


সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহার পেয়ে যতটা খুশি হয়েছিলেন মুক্তিযোদ্ধারা, তাদের ততটাই দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ঠিকাদারের নিম্নমানের সামগ্রীর ব্যবহার।     

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us