কুম্ভের আমন্ত্রণপত্র হিসেবে যোগী আদিত্যনাথ যা পাঠিয়েছেন, তা চিঠির চেয়ে অনেক বেশি কিছু। হালকা গেরুয়া রঙের ব্যাগ— তার ভিতরে রাজকীয় আমন্ত্রণপত্র, কুম্ভ সংক্রান্ত নানা দস্তাবেজ, সুদৃশ্য ফ্রেমে বাঁধানো কুম্ভ স্মারক-সহ যোগীর নানা উপহার। আর ব্যাগটার গায়ে গাঢ় গেরুয়া অক্ষরে লেখা ‘চলো কুম্ভ চলেঁ’।