দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৯৪ জন মানুষের মৃত্যু হয়েছে।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দেশটির পাহাড়ি অঞ্চল রিও ডে জেনেরিও স্টেটে প্রায় তিন ঘণ্টা ধরে ২৫.৮ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। বৃষ্টির তুমুল বেগের কারণে বন্যাসহ পাহাড়ের একাংশ ভেঙে পড়ে।
শহরের মেয়র রুবেনস জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ এখনও দুর্ঘম অঞ্চলে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি। ইতোমধ্যে, ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্টেট গর্ভনর বন্যার পরিস্থিতিকে ‘যুদ্ধের’ সঙ্গে তুলনা করেছেন। তিনি সাংবাদিকদের বলেন,‘সামগ্রিক পরিস্থিতি যুদ্ধের মতো... গাড়ি উল্টে গেছে, কাদা ও পানিতে সব বাড়ি পূর্ণ হয়ে গেছে। রাস্তাঘাট সব বিধ্বস্ত হয়ে গেছে।’