শিশুরা সব বিষয়েই প্রশ্ন করে। মা–বাবার উচিত শিশুর উপযোগী করে তাকে সত্য ও সঠিকভাবে বিষয়টি বোঝানো। নাহলে পরে শিশু যখন সঠিক বিষয়টি জানবে, থখন পরিবারের প্রতি অনাস্থা তৈরি হবে। একই সঙ্গে নানা জায়গা থেকে শিশু নানা ধরনের উত্তর থেকে সঠিক বিষয়টি বুঝতে ভুল পথে যেতে পারে। শিশুরা প্রায়ই করে এমন ৫টি প্রশ্ন ও তার উত্তর এখানে দেওয়া হলো। সেই সঙ্গে কী বলা যাবে না, সেটাও জেনে নিন।