করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শের পর এবার ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিল সরকার।
প্রথমে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য খোলা হবে স্কুলগলো। তবে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্কুল খুলবে আরও প্রায় দুই সপ্তাহ পরে।
বুধবার রাতে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য নিশ্চিত করেছন।
বুধবার রাত ১০টা থেকে প্রায় এক ঘণ্টা করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।