পেইসলি শালটিসের বয়স এখন ছয় বছর। ২০১৯ সালে হারিয়ে গিয়েছিল এই মার্কিন শিশু। এ নিয়ে তোলপাড়ও কম হয়নি। প্রায় তিন বছর পেরিয়ে গেলেও কোনো খোঁজ মিলছিল না তার। অবশেষে তাকে পাওয়া গেল নিজ বাড়ির সিঁড়ির নিচে থাকা এক গোপন কক্ষে। গত সোমবার নিউইয়র্ক পুলিশ তাকে সেই গোপন কক্ষ থেকে উদ্ধার করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেইসলি শালটিস নামের চার বছরের এক শিশু হারিয়ে গিয়েছিল ২০১৯ সালে। অনেক খোঁজাখুঁজির পরও তার হদিস মিলছিল না। অবশেষে তাকে নিজ ঘরের এক গোপন কক্ষ থেকে গত সোমবার উদ্ধার করেছে নিউইয়র্ক পুলিশ। সে শারীরিকভাবে সুস্থ আছে বলেও জানিয়েছে পুলিশ।