নগরীর ইপিজেড থানার আকমল রোডের একটি ভবন থেকে গত মঙ্গলবার তাদের গ্রেপ্তারের পর উদ্ধার করা হয়েছে ‘অপহৃত’ চার জেলেকে।
গ্রেপ্তার পাঁচজন হলেন- মো. কামাল (৩৫), মো. নুর নবী (২৬), মো. শামীম (২৪), মো. এ্যানি (৩১) ও মো. ফেরদৌস (৩৫)।
বুধবার র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ চান্দগাঁও ক্যাম্পে সাংবাদিকদের জানান, চক্রটি গত ১০ ফেব্রুয়ারি ভাসানচরের দক্ষিণে ঠ্যাঙ্গার চর এলাকায় গভীর সাগরে ট্রলারসহ আট জেলেকে জিম্মি করে। জিম্মি করা ট্রলারের মাধ্যমে আরেকটি ট্রলার জিম্মি করে।
দুটি ট্রলার থেকে মোট ১২ জনকে জলদস্যুরা জিম্মি করেছিল জানিয়ে র্যাব কর্মকর্তা ইউসুফ বলেন, তাদের আটকে রেখে নির্যাতন চালানোর পাশাপাশি ট্রলার মালিক ও পরিবারের সদস্যদের টেলিফোনে আর্তনাদ শোনাতেন তারা। এদের মধ্যে তিন জনের কাছ থেকে মোট ৭৫ হাজার টাকা আদায় করে।