পরিচিত-অপরিচিত যার সঙ্গেই কথা হয় সবার সন্তান বা স্বজনই এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এত জিপিএ-৫ পাওয়া কী তাক লাগানো ফলাফল নাকি কাটছাঁট করা পাঠ্যসূচিতে তিন বিষয়ে কম নম্বর পরীক্ষা নেওয়ার ম্যাজিক– সেটা বড় প্রশ্ন। এবার জিপিএ-৫ পেয়েছে দুই লাখের কাছাকাছি শিক্ষার্থী।
এরা ভর্তি হবে কোথায়? স্বাভাবিকভাবে এত ভালো ফলাফল করার কারণে বড় অংশই চাইবে বুয়েট, মেডিক্যাল ও পুরনো বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে। সমস্যা হলো, এ ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বর্ষে ভর্তিযোগ্য যত আসন আছে, এর প্রায় চারগুণ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। স্বাভাবিকভাবেই বড় একটি অংশ হতাশায় পড়বে। জিপিএ-৫ ছাড়াও যারা পাস করেছে, তারা সবাই কোনও না কোনও সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজে ঠিকই ভর্তি হতে পারবে। প্রশ্ন হলো, উচ্চশিক্ষিত এত বড় জনসংখ্যা নিয়ে জাতি কী করবে।