করোনাভাইরাস মহামারীর মধ্যেই বসল অমর একুশে গ্রন্থমেলার আরেকটি আসর; প্রথম দিনই ভিড়ের চাপে হারিয়ে গেল স্বাস্থ্যবিধি, ক্রেতা-বিক্রেতা আর দর্শনার্থীদের গুনতে হল জরিমানা।
মঙ্গলবার বিকেল ৩টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে শুরু হয় বাঙালির প্রাণের মেলার ৩৮তম আসর।
আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, মাস্ক ছাড়া কেউ মেলায় ঢুকতে পারবে না, সবার থাকতে হবে টিকা সনদ।