আগামীকাল (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৮ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনাল খেলতে মুখিয়ে আছে দলটি।
পুরো টুর্নামেন্টে নানা ঘটনায় মাঠের বাইরের খবরে শিরোনাম হতে হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। যা প্রভাব ফেলেছে তাদের মাঠের পারফরম্যান্সে। তবে সেটি কাটিয়ে উঠেছে তারা। পয়েন্ট টেবিলের তৃতীয় দল হিসেবে প্লে অফ খেলার সুযোগ পায় দলটি। সোমবার এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় আফিফ হোসেনরা। এখন কুমিল্লাকে হারিয়ে ফাইনাল মঞ্চে ওঠার স্বপ্ন দেখছে ফ্র্যাঞ্চাইজিটি।