You have reached your daily news limit

Please log in to continue


বসন্তের এই শহরে রঙিন ওড়নায় সাজিয়ে তুলুন নিজেকে

ওড়না ভারতীয় পোশাকের একটি অপরিহার্য অঙ্গ। বহু শতাব্দী ধরেই। সিন্ধু উপত্যকা সভ্যতার বর্ণনাতেও দোপাট্টা বা ওড়নার উল্লেখ মেলে। বিশেষজ্ঞদের মতে এই ওড়না বা দোপাট্টা প্রাচীন উত্তরীয় থেকে উদ্ভূত হয়েছে। বাঙালি মহিলারা যখন থেকে চুড়িদার নামক পোশাকটিকে আপন করে নিতে পেরেছে, তখন থেকেই ওড়না জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে গিয়েছে।

কলকাতা শহরের একটু রক্ষণশীল পরিবারে আজও ওড়না শরীরের সামনের দিক আবৃত করে না থাকলে ভাল চোখে দেখা হয় না। কিন্তু এই ওড়না বা দোপাট্টা শুধু তো শরীরকে আচ্ছাদন করার জন্য নয়, বসন্তের এই কলকাতা শহরে রঙিন ওড়না তৈরি করতে পারে আপনার নিজস্ব সাজের ধরন। ভিন্ন ভিন্ন পোশাকের সঙ্গে আপনি ওড়নাও গায়ে রাখতে পারেন বিভিন্ন কায়দায়। ১। ওড়না নেওয়ার সবচেয়ে পরিচিত ধরন হল দুই কাঁধের উপর দিয়ে বুকের উপর ঝুলিয়ে নেওয়া। এটি যথেষ্ট মার্জিত এবং সহজ উপায়। যে কোনও উৎসব অনুষ্ঠানেও এই ভাবে আপনি বহন করতে পারেন নিজের ওড়না। এই ধরনটি সুতি এবং লিনেনের ওড়নার জন্য যথাযথ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন