এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার ৯৫.২৬ শতাংশ। তবে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার ৯৫ দশমিক ৫৭। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৯৫.৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাশের হার ৯২.৮৫ শতাংশ। ২০১৯ সালে পাশের হার ছিল ৬২ দশমিক ১৯ শতাংশ। ২০২০ ছিল অটোপাশ, আর পাশের হার ছিল ১০০ শতাংশ। এ অটোপাশ দ্বারা কিছুই বোঝা যাচ্ছিল না আর শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক তৃপ্তি বলতে কিছুই ছিল না।