ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন যেকোনও মুহূর্তে শুরু হতে পারে, এমন শঙ্কার মধ্যেই মস্কো জানালো তারা ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা ঘাটিতে ফিরিয়ে নিচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাশিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স এমন তথ্য জানিয়েছে।
ইউক্রেন নিয়ে উত্তেজনা প্রশমিত করতে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আজ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগেই এমন একটি সিদ্ধান্ত নিল মস্কো। এমন পদক্ষেপে মস্কো এবং পশ্চিমাদের মধ্যে যে বিরোধ তা কমে আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।