উপাচার্যবিরোধী আন্দোলন শুরুর ৩০ দিন পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
আজ সোমবার সকালে পহেলা ফাল্গুনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে প্রথমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে সমবেত হয়। সেখানে কেক কেটে এবং বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উৎসব করা হয়।