১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে ভালোবাসা দিবস। সাধারণত প্রত্যেকে তাদের প্রিয় মানুষদের নিয়ে নানা আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করে থাকেন। কিন্ত ভালোবাসা কি শুধু আমাদের প্রিয়জনদের মধ্যেই সীমাবদ্ধ! সবকিছু যখন অনিশ্চয়তা আর ভয়ের চাদরে ঢাকা, আমরা কী পারি না ভালোবাসাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে? এই ভালোবাসা দিবসে, ভালোবাসার উষ্ণতা যেন সকলের মধ্যে ছড়িয়ে পড়তে পারে সেই উদ্যোগই গ্রহণ করেছেন সমাজের তিনজন বিশিষ্ট ব্যক্তি।
তাঁরা হলেন দেশের সবচেয়ে বড় বিউটি এবং লাইফস্টাইল গ্রুপ বিউটি কমিউনিটি অব বাংলাদেশ-এর অ্যাডমিন আয়েসা ফেরদৌস অন্তরা, দেশের প্রথম কম্বাইন্ড লাইফস্টাইল গ্রুপ ফানটাজিয়াম-এর অ্যাডমিন রিফাত আরা এবং দেশের প্রথম নারী উদ্যোক্তাদের জন্য গ্রুপ পপ অব কালার-এর অ্যাডমিন টিনকার জান্নাত মিম।