পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বিন্না গ্রামটি বাংলাদেশে এখন পরিচিত ক্রিকেটের ব্যাট তৈরির কারণে। দেশীয় ব্যাটের ৭০ শতাংশ এখন তৈরি হয় বিন্না ও আশপাশের ১৫টি গ্রামে। স্থানীয়রা জানান, ব্যাট তৈরি করে ব্যাপক পরিচিতি পেয়েছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা। সারাদেশ থেকে পাইকাররা আসেন এখানে ব্যাট কিনতে। অনেকে অর্ডার দেন ফোনে। নতুন মাত্রা পেয়েছে গ্রামটি।
স্থানীয় সাংবাদিক তানভীর আহমেদ জানান, বিন্না গ্রামটির অবস্থান পিরোজপুরের নেছারাবাদ উপজেলা সদরের বলদিয়া ইউনিয়নের বেলুয়া নদীর পূর্বপাড়ে। ৩ যুগ ধরে এখানে তৈরি হয়ে আসছে ক্রিকেট ব্যাট। বর্তমানে এখানে তৈরি করা ব্যাট বিশ্বমান বজায় রাখছে। কিন্তুু বিক্রি হয় শুধুমাত্র দেশিয় বাজারে। সরকার সহায়তা করলে হয়তো এই গ্রামের ব্যাট বিক্রি হতে পারে বিশ্ব বাজারে।