ভালোবাসা দিবসে আরও রঙিন হলো অর্থনীতি

প্রথম আলো প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৩

ভ্যালেনটাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন তথা বসন্ত উৎসব দুটোই আমাদের মনে রং ছড়ায়। আর মনের সেই রং আমাদের নিয়ে যায় পোশাক–ফ্যাশনের শোরুমে, বিপণিবিতানে এবং ফুলের দোকানে। সাধের সঙ্গে সাধ্যের মিল রেখে আমরা যে যার মতো কেনাকাটা করি, কিছু নিজের জন্য আর কিছু প্রিয়জনদের জন্য। বদৌলতে আমাদের কেনাকাটার রঙে দেশের অর্থনীতিও রঙিন হয়ে ওঠে।


প্রতিবছরই এ দুটি দিবসে দেশের অর্থনীতিতে বাড়তি মূল্য সংযোজন হয়। যেমন বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে আপনি যে প্রেমের মানুষটি বা প্রিয়জনের জন্য ফুল কিনলেন, পরিবার–পরিজন কিংবা বন্ধু–স্বজনদের নিয়ে বাইরে খেতে গেলেন, অথবা নিজের ও প্রিয়জনদের জন্য নতুন রঙিন পোশাক পরলেন, তাতে কিন্তু নিজের অজান্তেই অর্থনীতিকে বড় করে ফেললেন। কারণ, জনগণের যত অর্থ খরচ হয়, অর্থনীতি তত বড় হয়। ভালোবাসা দিবস বা পয়লা ফাল্গুন উপলক্ষে এখন পোশাক, খাবার, ফুল ব্যবসায়ীদের জন্য ভরা মৌসুম চলছে। করোনার কারণে তাঁদের ব্যবসায়ে মোটামুটি টান পড়েছিল, যা এখন কাটিয়ে ওঠার সুযোগ পেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us