নিসর্গে ঋতুরাজের রঙিন শাসনের অভিষেকে নাচ হল, কবিতা হল, বসন্ত বন্দনা হল। পোশাকের রঙে হৃদয় ছোপায়ে নগরবাসী গাইল- ‘ভালোবাসি, ভালোবাসি’।
দীর্ঘদিন গ্রেগরিয়ান পঞ্জিকার ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ মাততো বসন্ত উৎসবে। পরদিন ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, মানে আরও আরও একটি উদযাপনের দিন। সরকারি সিদ্ধান্তে তিন বছর হল দুই দিন এক হয়ে গেছে।
সোমবার সকালে পঞ্জিকা জানাল, ‘আজ ফাল্গুনের প্রথম দিন’। পাতাঝরা শীতকে বিদায় জানিয়ে মহামারীর চরাচরে এসেছে আরও একটি বসন্ত।
নগরবাসী তো অপেক্ষাতেই ছিল। অঙ্গে উঠল হলুদ, কমলা, লাল, সবুজের বাহারি বসন; হাতে, গলায়, মাথায় ফুলের অলঙ্কার। আর গাছে গাছে পলাশও ফুটেছে, সত্যি।