You have reached your daily news limit

Please log in to continue


‘প্রেমের সুষম বণ্টন চাই’—রাবিতে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ

বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তবরণ উৎসবে ‘প্রেমবঞ্চিত সংঘ’-র পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)!

সোমবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে তাদের বিক্ষোভ শুরু হয়। সেখান থেকে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তারা সেখানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভকারীরা ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। তুমি কে আমি কে, বঞ্চিত, বঞ্চিত’ এবং ‘প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না, প্রেমের সুষম বণ্টন চাই’— প্রভৃতি শ্লোগান তোলেন।

সেখানে প্রেমবঞ্চিত সংঘের নতুন কমিটির সাধারণ সম্পাদক ইহতাসানুল হক ইবনুর বলেন, আমরা প্রেমের বিরোধী নই, আমরা প্রেমের সুষম বণ্টন চাই। প্রেমের নামে যারা ভণ্ডামি করে, একসঙ্গে একাধিক প্রেম করে, আমরা এর বিরোধী। আমরা মনে করি, প্রতিটি মানুষের জীবনে প্রেম-ভালোবাসা দরকার। প্রেম ভালোবাসা না থাকায় থাকায় অনেকেই হতাশায় ভুগছে। এই হতাশার কারণে অনেকেই আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমরা এসব বিষয়ের প্রতিকার চাই।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন