যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে একটি পাবের (এলাকার ছোট পানাহারের জায়গা) মেজোনাইন ফ্লোর ধসে গিয়ে ১৩ জন আহত হয়েছেন। জরুরি সহায়তা সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বছর আগে চালু হওয়া ‘টু মোর ইয়ার্স’ নামের ওই পাবে শনিবার বিকেলে ওই ঘটনা ঘটে। দমকলকর্মীরা গিয়ে ভেঙে পড়া অংশের নিচ থেকে সাতজনকে উদ্ধার করেছেন। প্যারামেডিকস কর্তৃপক্ষ জানিয়েছে, তিন জন মারাত্মকভাবে আহত হয়েছেন এবং বাকি দশজন অল্প আঘাত পেয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্ট্র্যাটফোর্ডের বাসিন্দা হ্যাল নামের একজন মানসিক স্বাস্থ্যকর্মী। তিনি সেখান থেকে অল্পের জন্য নিজেকে রক্ষা করতে পেরেছেন। হ্যাল বলেন, ‘জোরে একটা আওয়াজের মতো শোনা গিয়েছিল। কিছুটা ভূমিকম্পের পরিস্থিতির মতো। কখনোই এরকম কিছুর জন্য প্রস্তুত থাকা যায় না। ’