রাজনীতিতে আসার পর নিজের ভাবমূর্তি নিয়ে আগের চেয়ে বেশি সচেতন মিমি চক্রবর্তী। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা নিয়ে আগে যতটা ভাবতেন, এখন তার চেয়ে বেশিই ভাবেন।
স্থানীয় একটি গণমাধ্যমের অনুষ্ঠানে এমনটিই জানালেন যাদবপুর লোকসভা এই সংসদ সদস্য।
মিমি বলেন, বড় পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করা বা খোলামেলা পোশাক না পরার সিদ্ধান্ত তাকে কেউ চাপিয়ে দেয়নি। এই সিদ্ধান্ত তার সম্পূর্ণ নিজের।
বোঝে না সে বোঝেনা সিনেমার এই নায়িকা বলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় বা অন্য রকম পোশাক পরা নিয়ে হয়তো আমি নিজে স্বাচ্ছন্দ বোধ করি না। তবে আমি জাজমেন্টালও নই। এটা সম্পূর্ণ নিজের ভাবনা। আমায় কেউ কখনো নিষেধ করেননি। তবুও কী করব, কী পরব, এ নিয়ে আমি ভাবি। আগে এই বিষয়গুলো নিয়ে যতটা ভাবতাম, এখন তার চেয়ে তিন গুণ বেশি ভাবি।
মিমি বলেন, আগে যেমন কোনো বিষয় নিয়ে নিজের সম্পূর্ণ মতামত দিতে পারতাম, এখন অনেক কিছু ভেবে বলতে হয়।
সংসদ সদস্য হিসেবে মিমি নিজেকে কত নম্বর দেবেন, এই প্রশ্নের জবাবে মিমি বলেন, নিজেকে নম্বর দেওয়ার যোগ্যতা আমার নেই, আমি জনপ্রতিনিধি। মানুষই আমাকে নম্বর দেবেন।