ইলেকট্রনিকস পণ্যের উৎপাদন বাড়াতে চায় দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। এবার তারা চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে, যাতে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও টেলিভিশন (টিভি) ও ফ্রিজ রপ্তানি করা যায়।
জানা গেছে, ‘আমাদের পণ্য’ স্লোগানে বাজারে আসা ওয়ালটন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ৩০০ একর জমি চেয়েছে। কিন্তু সেখানে জমির অপ্রতুলতার কারণে তাদের নামে ১০০ একর জমি বরাদ্দ করেছে বেজার নির্বাহী বোর্ড। এখন সবাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায়। সেখান থেকে সবুজ সংকেত পেলেই শুরু হবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের নতুন কারখানা নির্মাণের কাজ।