যুক্তরাজ্যের কিছুসংখ্যক নাগরিককে আফগানিস্তানে আটক করা হয়েছে। যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে গতকাল শনিবার এ কথা বলা হয়। তারা ইতিমধ্যে বিষয়টি আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। এ বিবৃতির এক দিন আগেই দুজন বিদেশি সাংবাদিককে আটক অবস্থা থেকে ছেড়ে দেয় তালেবান। তাঁদের মধ্যে বিবিসির একজন সাবেক সংবাদদাতা আছেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানে আটক বেশ কয়েক ব্রিটিশ পুরুষের পরিবারকে আমরা সহায়তা দিচ্ছি।’
তবে ঠিক কতজন ব্রিটিশ নাগরিক আফগানিস্তানে আটক আছেন, আর কে বা কারা তাঁদের আটক করেছে, সে সম্পর্কে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।