৯ কোটি থেকে নামলেন ৯০ লাখে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৮

আইপিএল নিলামের কঠিন বাস্তবতাই দেখলেন ভারতের অনভিষিক্ত অফস্পিনিং অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গোথাম। আইপিএলের গত আসরের নিলামে তার দাম উঠেছিল ৯ কোটি ২৫ লাখ রুপি। এবার তিনি পেলে গতবারের দশগুণেরও কম। ২০২১ সালের আসরের আগে নিলাম থেকে অন্য দলগুলোর সঙ্গে কাড়াকাড়ি করেই গোথামকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস।


সেজন্য তাদের খরচ হয় সোয়া ৯ কোটি রুপি। যা ছিল অনভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড। কিন্তু এতো দাম দিয়ে কিনেও গোথামকে খুব বেশি ম্যাচ খেলায়নি চেন্নাই। আর এবারের মেগা নিলামে তার জন্য আগ্রহই দেখায়নি দলটি। রোববার নিলামের দ্বিতীয় দিন ৫০ লাখ ভিত্তিমূল্যে শুরু হয় গোথামের জন্য বিডিং। প্রথম ডাক দেয় লখনৌ সুপারজায়ান্টস। তাদের সঙ্গে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিট্যালস। তবে বেশি দূর এগোয়নি এই হাঁকডাক। শেষ পর্যন্ত ৯০ লাখের বিনিময়েই গত আসরের সোয়া ৯ কোটির গোথামকে পেয়ে যায় লখনৌ। এছাড়া অনভিষিক্ত হিসেবে সর্বোচ্চ দামের রেকর্ডও হাতছাড়া হয়েছে গোথামের। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us