মাঘের শেষ। তবুও শীত যাওয়ার নাম নেই। এখনও ভারতের পশ্চিমবঙ্গের নানা প্রান্তে জোর ঠাণ্ডা পড়ছে। শনিবার মহানগর কলকাতাতেই সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি নিচে।
দক্ষিণের গাঙ্গেয় বঙ্গের সমতল এবং উত্তরবঙ্গের ডুয়ার্সের পাহাড়ি বহু জায়গাতেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া অফিসের শনিবার দেওয়া পূর্বাভাস,আরো দিন দুয়েক এমন ঠাণ্ডা থাকবে।
তাদের হিসেবে সেদিন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার অদূরে ব্যারাকপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি ছুঁয়েছে। তার তুলনায় বর্ধমান (১৩.৬ ডিগ্রি) কিংবা আসানসোলের (১২.৮ ডিগ্রি) সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেশি ছিল।