বিসিক শিল্পনগরীতে বন্ধ ৫৯৪ কারখানা

কালের কণ্ঠ প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩০

সারা দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরগুলোতে ৫৯৪টি শিল্প-কারখানা বন্ধ রয়েছে। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর বেশির ভাগই ক্ষতির মুখে পড়ে বন্ধ হয়েছে বলে জানা গেছে।


বিসিকের নীতিমালা অনুযায়ী কারখানা চালাতে না পারলে স্বেচ্ছায় বিক্রি করে দিতে হয়, তা না হলে প্লট বাতিল করে নতুন উদ্যোক্তাদের বরাদ্দ দিয়ে দিতে পারবে বিসিক। তবে কারখানাগুলো দীর্ঘদিন বন্ধ থাকলেও বিসিক কর্তৃপক্ষ তা বাতিল করছে না বলে অভিযোগ পাওয়া গেছে।


যদিও বিসিক বলছে, প্লট নিয়ে যাঁরা দীর্ঘদিনেও কাজ শুরু না করে ফেলে রেখেছেন এবং যেসব কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেসব প্লট বাতিল করছে সংস্থাটি। কর্মকর্তারা বলছেন, সুনির্দিষ্ট শিল্প-কারখানা করার প্রকল্প প্রস্তাবের ভিত্তিতেই প্লট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে অনেক উদ্যোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কারখানা করেন না, প্লট ফেলে রাখেন। এখন প্রকল্প প্রস্তাব পাওয়ার পর সম্ভাব্যতা যাচাই করে উদ্যোক্তাদের প্লট দেওয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us