কর্মব্যস্ত জীবনে মধ্যবয়সি মহিলাদের নিজের প্রতি যত্ন নেওয়ার সময় কোথায়? বাড়ি ও অফিসের কাজের চাপে ক্লান্তি বাড়ছে। পর্যাপ্ত ঘুমও হচ্ছে না। অনিদ্রা কিংবা অতিরিক্ত কাজের চাপ— কারণ যাই হোক না কেন, এক বার যদি চোখের নীচে কালচে দাগ দেখা দেয়, তা হলে সেই দাগ থেকে মুক্তি পাওয়া অতটা সহজ নয়। দিনে দিনে বাড়তে থাকে সেই দাগ।
এর থেকে রেহাই পেতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। বিশেষ করে বি-৬ সমৃদ্ধ খাবারের অভবে চোখের নিচের এই কালো দাগ তৈরি হয়। তা ছাড়া রান্নাঘরের কিছু সামগ্রীর সাহায্যে ঘরোয়া প্যাক তৈরি করে লাগালেও সুফল মিলতে পারে।