বিশ্বব্যাপী মারণব্যাধিগুলোর মধ্যে ক্যান্সার অন্যতম। জরায়ুমুখের কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণে যে পিণ্ডের আকৃতির গঠন তৈরি হয় তাকেই জরায়ুমুখ ক্যান্সার বলে। আমাদের দেশে ক্যান্সারজনিত কারণগুলোর মধ্যে এটি দ্বিতীয় অবস্থানে আছে। তবে আগে কিন্তু এটা প্রথম অবস্থানেই ছিল।
তবে আশার কথা হলো, বর্তমানে টিকার আবিষ্কার ও সচেতনতা বৃদ্ধির ফলে এটির অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। সময়মতো সঠিক চিকিৎসা নিলে জরায়ুমুখ ক্যান্সার সম্পূর্ণ ভালো হয়।