আজ ১২ ফেব্রুয়ারি ২০২২। ভাইয়ার (আবরার) ২৪তম জন্মদিন। বেঁচে থাকলে আজ ২৫-এ পা দিতো। কিন্তু ২ বছর ৪ মাস হলো ভাইয়া আর নেই আমাদের মাঝে।
আমি কখনো দেখিনি আমাদের বাসায় ভাইয়ার জন্মদিন সেভাবে পালন করা হয়েছে। আব্বু থাকতো না, আম্মু একাই আমাদের নিয়ে থাকতো, কিছু স্পেশাল রান্না করতো আর এতেই দিনটা চলে যেত।
ভাইয়াকে হয়তো দু-একবার উইশ করেছি, এর বেশি আর কিছু না। কিন্তু এখন এই দিনটাকে ঘিরে যে তীব্র শুন্যতা অনুভব হয়, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না।
বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। ২ মাস আগে রায়ও হয়েছে। আসামিরা আপিল করেছে। কিন্তু এ দেশের উচ্চ আদালতে মামলার গতিপ্রকৃতি যে কেমন হবে, সেটা শুধু আল্লাহই জানেন।