বিএনপির সামনে নানা চ্যালেঞ্জ

যুগান্তর প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৬

সরকারবিরোধী বৃহত্তর ঐক্য প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। তবে এ উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বৃহত্তর ঐক্য কঠিন কাজ। এ লক্ষ্যে পৌঁছাতে দলটির সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। বিশেষ করে, জামায়াত প্রশ্নে দলটিকে কঠিন সিদ্ধান্তে আসতে হবে।


তাছাড়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় একটি জোট আছে। আছে জাতীয় ঐক্যফ্রন্ট। এরপর আরও কয়েকটি দল নিয়ে বৃহত্তর ঐক্য হলে সেখানে জোট-ফ্রন্টের অংশগ্রহণ কিভাবে থাকবে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।


বৃহত্তর ঐক্যের আগেই এসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে দলটির হাইকমান্ডকে। পাশাপাশি জোট ও ফ্রন্টের শরিকদের মধ্যে সৃষ্ট দূরত্ব ঘোচাতে হবে। না হলে অনেকে বেঁকে বসতে পারে। যা ঐক্যের পরিবর্তে সৃষ্টি করবে অনৈক্য।


এছাড়া দলগুলোর পরস্পরের প্রতি আস্থা তৈরি করাও চ্যালেঞ্জ। বৃহত্তর ঐক্য হওয়ার পর রাজপথে কিভাবে আন্দোলন হবে, কারা নেতৃত্ব দেবেন, আন্দোলনের লক্ষ্য কি হবে! সে বিষয়গুলো নিয়েও ভাবতে হচ্ছে হাইকমান্ডকে। সাধারণ মানুষকেও আস্থায় আনতে হবে, কেন তাদের ডাকে তারা সাড়া দেবেন। দলটির নীতিনির্ধারকরা জানান, সবকিছু বিবেচনায় নিয়েই তারা বৃহত্তর ঐক্যের দিতে অগ্রসর হচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us