বিশ্বজুড়ে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বিক্রি দ্বিগুণেরও বেশি হয়েছে। গত বছর বিশ্বজুড়ে ৬৬ লাখ বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি হয়েছে। জলবায়ু সুরক্ষায় গৃহীত উদ্যোগের অংশ হিসেবে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ির চেয়ে ভোক্তারা বিদ্যুচ্চালিত গাড়ি কেনায় ঝুঁকছেন। খবর দ্য ন্যাশনাল।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, বিশ্বজুড়ে বিদ্যুচ্চালিত গাড়ির বাজার বর্তমানে সামগ্রিক গাড়ি শিল্পের ৯ শতাংশ। ২০২০ সালে বিদ্যুচ্চালিত গাড়ির বাজার হিস্যা ৪ দশমিক ১ শতাংশের দ্বিগুণেরও বেশি। এ বছর বিশ্বজুড়ে মোট ৩০ লাখ বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি হয়।
প্যারিসভিত্তিক আইইএর প্রতিবেদন অনুসারে, বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও বিশ্বজুড়ে ইভির বাজার অভূতপূর্ব গতিতে বিস্তৃত হচ্ছে। ২০১২ সালে প্রায় ১ লাখ ৩০ হাজার ইভি বিক্রি হয়েছিল। বর্তমান সময়ে এক সপ্তাহে এ সংখ্যক গাড়ি বিক্রি হয়।