আমেরিকার সানফ্রান্সিস্কোভিত্তিক ব্লক চেইন প্ল্যাটফর্ম আলকেমি ইউনিকর্ন হওয়ার মাত্র চার মাসের মধ্যেই ডেকাকর্নে পরিণত হয়েছে। ৮ ফেব্রুয়ারি সিরিজ সি-ওয়ানের আওতায় এই স্টার্টআপ নতুন ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। ভেঞ্চার বিনিয়োগকারী প্রতিষ্ঠান লাইটস্পিড ও সিলভার লেক এই বিনিয়োগে নেতৃত্ব দিয়েছে। এই বিনিয়োগর সময় স্টার্টআপটির মূল্যমান (ভ্যালুয়েশন) ঠিক হয়েছে ১০ দশমিক ২ বিলিয়ন বা ১ হাজার ২০ কোটি ডলার।
কোনো স্টার্টআপের মূল্যমান ১০০ কোটি ডলারের বেশি হলে তা ইউনিকর্ন ও ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলারের বেশি হলে তা ডেকাকর্ন হিসেবে অভিহিত করা হয়। এর আগে অক্টোবর মাসে ৩৫০ কোটি ডলার মূল্যের ২৫০ মিলিয়ন (২৫ কোটি) ডলার বিনিয়োগ পেয়ে ইউনিকর্নে পরিণত হয়েছিল তারা।