একদিন পতন আর চারদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেব্রুয়ারির মাসের একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। বিদায়ী এ সপ্তাহে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম, সূচক ও লেনদেন। অর্থাৎ তিনটি সূচকই বেড়েছে।
আর তাতে নতুন করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজি (অর্থাৎ বাজার মূলধন) বেড়েছে সাড়ে চার হাজার কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনেও একই অবস্থা দেখা গেছে।