শাবিপ্রবি শিক্ষার্থীদের অধিকাংশ দাবি শিগগির পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এর আগে শিক্ষার্থীদের সঙ্গে তিনি বৈঠক করেন। শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিছু দিন আগেই একটা আন্দোলন হয়েছে। সে আন্দোলনের সময় আমরা শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করেছি। ওরা আমন্ত্রণ জানিয়েছিল আমাকে, এখানে যেন আমরা আসি। তাদের ১০ জনের একটি প্রতিনিধি দল আমাদের সঙ্গে কথা বলেছে। তাদের যা যা বক্তব্য আছে, পুরো ঘটনা সম্পর্কে তাদের কী বলার আছে সেগুলো সমস্ত তারা ঘটনা বর্ণনা করেছেন এবং তাদের কী দাবি আছে সেগুলো সম্পর্কে আলাপ হয়েছে আমাদের। আমি মনে করি আমাদের ভালো আলোচনা হয়েছে। আমরাও তাদের কথাগুলো বুঝতে চেষ্টা করেছি।