তাইওয়ান ইস্যুতে লিথুয়ানিয়া থেকে মাংস আমদানি বন্ধের ঘোষণা চীনের

ঢাকা টাইমস প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৮

বাল্টিক এবং এর পশ্চিমা মিত্রদের সাথে তাইওয়ান ইস্যুতে উত্তেজনার মধ্যেই লিথুয়ানিয়া থেকে গরুর মাংস আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে চীন। আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি, নিজ দেশে তাইওয়ানকে ডি ফ্যাক্টো দূতাবাস খোলার অনুমতি দিয়েছে লিথুয়ানিয়া। দেশটির এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় চীন।


তারপর পাল্টা প্রতিক্রিয়ায় গরুর মাংস আমদানি বন্ধের ঘোষণা দেয় চীন। এ ছাড়া, লিথুয়ানিয়াকে কঠোর পরিস্থিতির মুখোমুখি হওয়ারও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। চীনের এ প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করেছে তাইওয়ান। তারা লিথুয়ানিয়ার পাশে থাকারও প্রতিশ্রæতি ব্যক্ত করে।


ইতোমধ্যে, তারা লিথুয়ানিয়া থেকে বড় অংকের মদ আমদানির ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে প্রথম ধাপে ১২০০ মদের বোতল তাইওয়ানে পৌঁছেছে। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে সব মদ বিক্রি হয়ে যায়। সাধারণত, কোনো গবাদিপশুর মধ্যে কোনো ভাইরাস ছড়িয়ে পরলে সংশ্লিষ্ট দেশ ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর এনিমেল হেলথ (ওআইই) কাছে রিপোর্ট করে। তখন আমদানিকারক দেশ তাদের আমদানি বন্ধের ঘোষণা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us