তুষারধস বনাম কতিপয় উপাচার্যের মূল্যবোধের ধস

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৬

এই শতকের মাঝামাঝি সময়ের মধ্যেই গলে যেতে পারে এভারেস্টচূড়ার হিমবাহ। এই হিমবাহ গড়ে উঠতে লেগেছে দুই হাজার বছর। আর তা গলে যেতে সময় লাগবে মাত্র ২৫ বছর। প্রথম আলো ১০ ফেব্রুয়ারি ২০২২ এনডিটিভির সূত্রে দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাউন্টেইন ডেভেলপমেন্টের গবেষণাপত্রের প্রতিবেদন ধরে এই খবর প্রকাশ করেছে!


ধরিত্রীর তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, জলবায়ুর বদল ঘটছে, তুষার দ্রুত গলছে, সমুদ্রপানির তল উঁচু হচ্ছে, ঘন ঘন ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যা হচ্ছে—এসব তো পৃথিবীবাসী নিজের চোখে দেখতে পাচ্ছে। ইউরোপ, আমেরিকা, কানাডা, চীনে নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগে মানুষের মৃত্যু ঘটছে, সংবাদমাধ্যম সেসব খবরে আকীর্ণ। আর ২০৫০ সালে সমুদ্রতল ৫০ সেন্টিমিটার উঁচু হবে—পূর্বাভাস দেওয়া হচ্ছে, এর মানে বাংলাদেশের ১১ শতাংশ জমি লোনাপানিতে ডুবে যাবে, ১ কোটি ৮০ লাখ মানুষকে উদ্বাস্তু হতে হবে। (সূত্র: এনভায়রনমেন্ট জাস্টিস ফাউন্ডেশন, ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ)। আর ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস-বন্যা-খরা-নদীভাঙনে দেশের কোটি কোটি মানুষ হয়ে পড়বে বিপর্যস্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us