‘ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল’—এই কথা প্রথম কে বলেছিলেন এ বিষয়ে ভিন্নমত থাকলেও সবচেয়ে প্রসিদ্ধ মত হলো গ্রিক উপকথার কিংবদন্তি লেখক ঈশপ তাঁর ‘দ্য ফোর অক্সেন অ্যান্ড দ্য লায়ন’ গল্পে প্রথম এই কথা উল্লেখ করেন। গল্পটা হচ্ছে, এক বনে চারটি ষাঁড় বাস করত। চারটিরই পরস্পরের মধ্যে ছিল খুব ভাব। তারা সব সময় একসঙ্গে থাকত, একসঙ্গে মাঠে চরে বেড়াত, গল্প করত, সুখে-দুঃখে সমব্যথীও হতো।