১৭৮৬ সালের ২ ফেব্রুয়ারি উইলিয়াম জোনস কলকাতা রয়েল এশিয়াটিক সোসাইটির ‘থার্ড অ্যানিভার্সারি ডিসকোর্সে’ গ্রিক, লাতিনের সঙ্গে জার্মানির গথিক এবং পারস্যের প্রাচীন পারসিকের ও সংস্কৃতের আত্মীয়তার সম্পর্ক আবিষ্কার করার তত্ত্ব প্রকাশের পরই জন্ম হয় তুলনামূলক ভাষাতত্ত্বের।
জার্মানরা ভারত থেকে জার্মানি পর্যন্ত যে ভাষাপরিবার-তার নাম দেয় ইন্দো-জার্মান ভাষাপরিবার। এক প্রান্তে ভারত, অপর প্রান্তে জার্মানি-এ দুই প্রান্তকে বেঁধে দেয় আর্য জাতীয়তাবাদী সেতু। ১৮০৩-১৮১৫ সালে নেপোলিয়নের যুদ্ধে ফ্রান্সের পরাজয়ের পর গ্রেট ব্রিটেন সেরা শক্তিতে পরিণত হয়, প্রসার ঘটে তুলনামূলক ভাষাতত্ত্বের। প্যাক্স ব্রিটানিকার যুগে (১৮১৫-১৯১৫) এ তত্ত্ব স্পর্শ করে সর্বোচ্চ শিখর-এ সময়টাই তুলনামূলক ব্যাকরণের সূচনা ও বিকাশের কাল।