দেশে গত এক মাসে কোভিড আক্রান্ত রোগীদের ৮০ শতাংশের দেহেই করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রন পাওয়া গেছে বলে আলাদা দুটি গবেষণায় উঠে এসেছে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর সারাদেশে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) নিজ হাসপাতালে ভর্তি রোগীদের নমুনায় এমনটা দেখতে পেয়েছে।
আইইডিসিআর এর অন্তর্বর্তী প্রতিবেদনে গত ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশ থেকে সংগ্রহ করা নমুনার জিন বিন্যাস বা জিনোম সিকোয়েন্সের ফলাফল তুলে ধরা হয়।