ভারতের কেন্দ্রীয় বাহিনীগুলোর মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফৌজদারি মামলায় সবচেয়ে এগিয়ে। এ বাহিনীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও নেহাত কম নয়।
গতকাল বুধবার ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশনে এ তথ্য জানান দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
অধিবেশনে সিপিএমের সাংসদ ভি শিবদাসনের এক প্রশ্নের লিখিত জবাবে নিত্যানন্দ রাই বলেন, কেন্দ্রীয় বাহিনীগুলোর মধ্যে রয়েছে বিএসএফ, আসাম রাইফেলস, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ, ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি ও স্বরাষ্ট্র সীমা বল বা এসএসবি।