গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর তাপমাত্রা কমায় শীতের প্রকোপ বেড়ে গেছে। তীব্র শীতে কাবু রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ। গতকাল পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকায় কেটে গিয়েছিল শৈত্যপ্রবাহ। আজ রাতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে আবারও শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ গোমড়া। দুপুরের পর রাজধানীসহ দেশের অনেক জেলায় বৃষ্টি হয়েছে। কোথাও গুঁড়িগুঁড়ি আবার কোথাও হালকা থেকে মাঝারি। সূর্য না দেখা পাওয়ায় নেমে গেছে দিনের তাপমাত্রা। সাথে গুঁড়িগুঁড়ি বৃষ্টি বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা।