বগুড়ার চারশ বছরের ঐহিত্যবাহী পোড়াদহ মেলায় হয়ে গেলো বউ মেলা। মূল মেলার পরদিন অনুষ্ঠিত হয় বউমেলা। পুরুষবিহীন এ মেলায় বিভিন্ন বয়সী নারীরা ঘুরে ঘুরে কেনাকাটা করেন। শুধু তাই নয়, এই মেলার অনেক বিক্রেতাও নারী। ফলে স্বাচ্ছন্দ্যে মেলা ঘুরে প্রসাধনীসহ প্রয়োজনীয় পণ্য কেনেন নারীরা। ৩০ বছর ধরে শুধু নারীদের জন্য এমন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বগুড়ার গাবতলী উপজেলায়।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার মহিষাবান ইউনিয়নের ইছামতি নদীর তীরে পোড়াদহ এলাকায় বসেছে বউ মেলা। সকাল থেকেই আশপাশের গ্রামের নারীরা হরেক রকম জিনিস কিনতে মেলায় আসতে শুরু করেন। শুধু তাই নয়, গাবতলী উপজেলা ছাড়াও পুরো বগুড়ার নারীরা মেলায় কেনাকটা করতে আসেন। তারা নিজেদের ব্যবহারের জন্য কসমেটিকস ও ইমিটেশনের গয়না কেনেন এই মেলায়। মেলা উপলক্ষে আশপাশের গ্রামের নারীরা বাবার বাড়িতে বেড়াতে আসেন।