প্রথম পর্যায়েই ধরা পড়ুক হাড়ের ক্যানসার! লক্ষণ জানুন

এইসময় (ভারত) প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১১

Bone Cancer: হাড় হল শরীরের ভিত। এই ভিত মজবুত হলেই শরীর সুস্থ থাকে। সুস্থ স্বাভাবিকভাবে নড়াচড়া করা যায়। এক্ষেত্রে শরীরে থাকা এই হাড়ের বিশাল নেটওয়ার্ককে বলে স্কেলিটাল সিস্টেম (Skeletal System)। শরীরকে শক্তি দেওয়া থেকে শুরু করে নড়াচড়া করা পর্যন্ত করতে সাহায্য করে এই হাড়। মনে রাখবেন, শরীরে বিভিন্ন ধরনের, বিভিন্ন আকৃতির হাড় রয়েছে। এক্ষেত্রে একদম ছোট থেকে শুরু করে বিরাট আকৃতির হারও থাকে। তবে মুশকিল হল, এই হাড়েও নানা কারণে দেখা দিতে পারে সমস্যা। হতে পারে দুর্ঘটনা থেকে শুরু করে নানা রোগ, যেমন- আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, প্যাগেট ডিজিস অব বোন, স্কোলিওসিস, গাউট ইত্যাদি।


এক্ষেত্রে হাড়ে কোনও সমস্যা দেখা দিলে বিভৎস যন্ত্রণা হয়। তবে বোন ক্যানসারের (Bone Cancer) কথা এখন বহু মানুষই জানেন। তবুও এই রোগটি নিয়ে মানুষের মনে তেমন সচেতনতা নেই। প্রাথমিকভাবে এই রোগের সঙ্গে হাড়়ের অন্যান্য রোগকে মিশিয়ে ফেলেন মানুষ। তবে বিশেষজ্ঞরা বলছেন, যত দ্রুত এই ক্যানসারের (Cancer) চিকিৎসা শুরু হয় ততই সুস্থ হয়ে ওঠার আশা থাকে বেশি। তাই বোন ক্যানসারের এই লক্ষণগুলি চিনে নিন (Bone Cancer Symptoms)-

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us