করোনাভাইরাসের কারণে সৃষ্ট মন্দা কাটিয়ে ব্যবসায় প্রবৃদ্ধি করতে শুরু করেছে রাইড শেয়ারিং সেবা প্রদানকারী কোম্পানি উবার। কোম্পানিটি গত বুধবার জানিয়েছে, তাদের আয় গত বছরের শেষ তিন মাসে ৮৩ শতাংশ বেড়েছে। এতে বার্ষিক প্রবৃদ্ধি গিয়ে পৌঁছেছে ৫৮০ কোটি ডলারে। খবর সিএনএনের।
উবার জানিয়েছে, করোনাভাইরাসের বিস্তার কিছুটা কমে আসায় তাদের সেবাগ্রহীতার সংখ্যা বেড়েছে। লোকেরা এখন ক্রমবর্ধমানভাবে তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বাইরে ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি উবারের পরিষেবার মাধ্যমে রেস্তোরাঁ থেকে বাড়িতে খাবার আনার ক্রয়াদেশও বেড়েছে। ফলে, মনে হচ্ছে যে এটি মহামারির মন্দা অবস্থা অতিক্রম করছে।